বিএসটিআইয়ে ১৩-২০তম গ্রেডে চাকরি, আবেদন করুন দ্রুত

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজস্ব খাতের অধীন একাধিক শূন্য পদে আবেদনের সময় শেষ হবে আগামী রোববার। এ প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: হিসাবরক্ষক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অর্থ বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। হিসাব বা নিরীক্ষাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ২. পদের নাম: কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২–এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-৩–এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৫. পদের নাম: নিম্নমান সহকারী/এলডিএ নিম্নমান করণিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। মুদ্রাক্ষরিক কাজে বা কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৬. পদের নাম: মুদ্রাক্ষরিক/টাইপিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন
  • ৭. পদের নাম: ভান্ডাররক্ষক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। ভান্ডার রক্ষণকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৮. পদের নাম: ল্যাব সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি পাস। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৯. পদের নাম: গ্লাস ব্লোয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি পাসসহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন
  • ১০. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
    পদসংখ্যা: ১১
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১১. পদের নাম: নিরাপত্তা প্রহরী (চৌকিদার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব বিভাগ/জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ নম্বর পদে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা ছাড়া সব জেলা; রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব জেলা।

২ নম্বর পদে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলা। ৩ নম্বর পদে  ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা ছাড়া সব জেলা; রংপুর, বরিশাল, সিলেট বিভাগের সব জেলা।

৪ নম্বর পদে ঢাকা বিভাগের ফরিদপুর ও মাদারীপুর জেলা ছাড়া সব জেলা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা ছাড়া সব জেলা; রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা ছাড়া সব জেলা এবং খুলনা, সিলেট ও রংপুর বিভাগের সব জেলা।

আরও পড়ুন

৫ নম্বর পদে চট্টগ্রাম ও রংপুর বিভাগের সব জেলা। ৬ নম্বর পদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলা। ৭ নম্বর পদে ঢাকা ও রাজশাহী বিভাগের সব জেলা। ৮ নম্বর পদে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল জেলা ছাড়া সব জেলা; ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা ছাড়া সব জেলা; রাজশাহী বিভাগের পাবনা ও সিরাজগঞ্জ জেলা ছাড়া সব জেলা; খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা ছাড়া সব জেলা এবং রংপুর ও সিলেট বিভাগের সব জেলা।

৯ নম্বর পদে ঢাকা বিভাগের সব জেলা। ১০ নম্বর পদে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও সুনামগঞ্জ জেলা। ১১ নম্বর পদে ঢাকা বিভাগের গাজীপুর ও গোপালগঞ্জ জেলা ছাড়া সব জেলা; রংপুর বিভাগের গাইবান্ধা জেলা ছাড়া সব জেলা এবং সিলেট বিভাগের সব জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিএসটিআইয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের সময়সীমা: ২৩ জুলাই ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।