বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৩ লাখ

মডেল: রূপাছবি: খালেদ সরকার

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ওয়াস কনসালট্যান্ট (ওয়াস ইন ইনস্টিটিউটস অ্যান্ড ওয়াস কো–অর্ডিনেশন) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ওয়াস কনসালট্যান্ট (ওয়াস ইন ইনস্টিটিউটস অ্যান্ড ওয়াস কো-অর্ডিনেশন)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের ওয়াস সেক্টর নিয়ে বিস্তর জানাশোনা ও অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: কক্সবাজার
    বেতন: মাসিক বেতন ৩,০০,০০০ টাকা। এ ছাড়া ভ্রমণভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ই-জোন এইচআরএম লিমিটেডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট, ২০২৪।

আরও পড়ুন
আরও পড়ুন