বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেবে ৯৪ জন

মডেল: মোনালিসা মুন্নিপ্রতীকী
ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ১৮ পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেবে মোট ৯৪ জন।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদন ফি

কোনো কোনো পদের আবেদন ফি ২২৩ টাকা, আবার কোনো কোনো পদে ১১২ টাকা।

আবেদনের বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে