সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলি পরীক্ষা স্থগিত, কারণ অনিবার্য
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সমন্বিত ১০ ব্যাংকের ২ হাজার ৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।