৪৬তম বিসিএসের কাজ এগিয়ে নিচ্ছে পিএসসি, বয়সে দেবে ছাড়

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

৪৬তম নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির প্রথম দিনেই প্রকাশ করতে নানা কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চাইছে, বছরের প্রথম দিন যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তেমনি বছর শেষ হতে হতে ওই বিসিএসের কার্যক্রম শেষ হবে। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিএসসি।

জানতে চাইলে পিএসসির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, ‘বছরের প্রথম দিনে আমরা ৪৬তম বিসিএসের কার্যক্রম শুরুর ঘোষণা দিতে চাই। ওই দিন ওই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাতে আবেদনের নির্দিষ্ট সময় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার সম্ভাব্য তারিখ লেখা হতে পারে। যেন একটি ডেডলাইন ধরে পিএসসি সবকিছু করতে পারে। এ ছাড়া বছর শেষ হতে হতে যাতে ওই বিসিএস শেষ করা হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করবে পিএসসি।’

এবারের বিসিএসের বিজ্ঞপ্তিতে বয়সে কিছুটা ছাড় দেওয়া হবে উল্লেখ করে একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘আমরা এই বিসিএসে বয়সে ছাড় দিচ্ছি। যেহেতু এই বিসিএসের কার্যক্রম বা বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশের জন্য নির্ধারিত ছিল, তাই ৩০ নভেম্বরে যাঁদের বয়স ৩০ হয়ে যাবে, তাঁরাও জানুয়ারিতে প্রকাশিতব্য ৪৬তম বিসিএসে আবেদন করতে পারবেন। এটা শুধু এবারের জন্যই রাখা হচ্ছে। সামনের বিসিএসগুলোয় আর এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। এবার এটি আমরা বিশেষ ব্যবস্থায় করব।’

আরও পড়ুন

৪৬তম বিসিএসের কার্যক্রমের কী অবস্থা, জানতে চাইলে পিএসসির কর্মকর্তারা জানান, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পদের তালিকা পিএসসিতে দিলে পিএসসি তা অনুসরণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবারও তা-ই হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে, আমরা জানুয়ারির প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই।’ সেই অনুসারে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের চাহিদা চেয়েছে। তারা ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের তালিকাও সংগ্রহ করছে। কেননা ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারে শূন্য পদের তালিকা বিজ্ঞপ্তিতে প্রকাশের বাধ্যবাধকতা আছে। আমরা জনপ্রশাসনে খোঁজ নিয়েছি, তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্য পদের তালিকা পাওয়া শুরু করেছে। অন্যদেরও তাগাদা দিচ্ছে। এই বিসিএসের কার্যক্রম নিয়ে পিএসসিও নানা ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘৪৬তম বিসিএসের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমরা কাজ করছি ও নিয়মিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ রেখেছি। আশা করি, আগামী বছরের শুরুর দিনে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’

আরও পড়ুন
আরও পড়ুন