প্রতীকী ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক ও সহকারী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১.

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: পরিসংখ্যান

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান শাখায় জিপিএ ৪.২৫ (৫.০০ স্কেলে) থাকতে হবে। পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৬০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে চার বছরের শিক্ষাদান/পেশাগত অভিজ্ঞতা, এর মধ্যে ডিগ্রি, অনার্স/ পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রভাষক হিসেবে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে গবেষণাকাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে। এমফিল অথবা সমমানের ডিগ্রি এবং প্রভাষক হিসেবে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে অথবা পিএইচডি অথবা সমমানের ডিগ্রি/বিদেশি পদ্ধতিতে সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আরও পড়ুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা কখন জানাল পিএসসি

২.

পদের নাম: প্রভাষক

বিভাগ: পদার্থবিজ্ঞান

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ–৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ–৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। আবেদনকারীদের পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ–৩.৬০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৩.

পদের নাম: প্রভাষক

বিভাগ: চারুকলা

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ–৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ–৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। আবেদনকারীদের চারুকলা (কারুশিল্প) বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ–৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আরও পড়ুন

গুগলের সফটওয়্যার প্রকৌশলী অবসরে যেতে চান ৩৫–এ, জমানো ৪১ কোটিতে কাটাতে চান জীবন

যেভাবে আবেদন

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সাত সেট আবেদনের প্রতি সেটের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। অফিস থেকে বিজ্ঞপ্তির কপি এবং আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

আবেদন ফি

রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড জাবি শাখার সি.ডি.-৬৮ অ্যাকাউন্টে ৬০০ টাকা জমা দিতে হবে। জমাকৃত টাকা/ড্রাফট ফেরতযোগ্য নয়।

আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৩।