যমুনা গ্রুপ নেবে ফিল্ড অফিসার, পদ ৯০
যমুনা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের উৎপাদন সামগ্রী (ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল এবং স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অফিসে উপস্থিত হতে হবে। প্রতি শনিবার প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ চলছে।
পদের নাম: ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৯০
যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে। কোম্পানির বিক্রয় নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সর্বোত্তম সম্ভাব্য গ্রাহক সেবা প্রদান করতে হবে।
বয়স: সর্বোচ্চ ২০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ১৭,০০০ থেকে ১৯,০০০ টাকা (টিএ/ডিএসহ)
সুযোগ–সুবিধা: বিক্রির ওপর কমিশন ইনসেনটিভ, ঈদ বোনাস ও বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ, পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহীদের আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি করপোরেশন/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার (মূল কপি) সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রসহ করপোরেট অফিস, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল বিশ্বরোড, ঢাকায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।