কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ-১৫তম গ্রেডে চাকরি, পদ ৪১

মডেল: ইয়াসফি, হাদী ও রিয়া
ছবি: খালেদ সরকার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে ৬ষ্ঠ থেকে ১৫তম গ্রেডে ৪১ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: প্রোগ্রামার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

  • ২. পদের নাম: সহকারী প্রোগ্রামার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। ইন্টারনেট প্রোগ্রামিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে পুরকৌশলে ডিপ্লোমা (স্থাপত্য) পাস এবং কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৫. পদের নাম: সহকারী ক্রীড়া অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিপিএড ডিগ্রিধারী হতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৬. পদের নাম: নিরাপত্তা অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আরও পড়ুন
  • ৭. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ও লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমাসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৮. পদের নাম: ইমাম
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যূনতম আলিম পাসসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৯. পদের নাম: ড্রাফটসম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে পুরকৌশলে ডিপ্লোমা (স্থাপত্য) পাস এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন
  • ১০. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্র্রোল অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ১১. পদের নাম: সনদ লেখক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সুন্দর হাতের লেখার অধিকারী হতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

  • ১২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ২৪
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিংয়ের গতি যথাক্রমে ২৫ ও ৩০ হতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আরও পড়ুন
  • ১৩. পদের নাম: গাড়িচালক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হেভি ও লাইট যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার/ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

  • ১৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস সার্টিফিকেটধারী হতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

বয়সসীমা
২০২৩ সালের ১ অক্টোবর ২ থেকে ১৪ নম্বর পদে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর এবং ১ নম্বর পদে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ও আবেদনের পদ্ধতি একই ওয়েবসাইট ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তাঁর সব আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদনের সময়সীমা: ২৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।