সহকারী জজ নিয়োগের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামীকাল মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ৯ ও ১০ নম্বর ভবনে ঐচ্ছিক বিষয়-১ ও ঐচ্ছিক বিষয়-২–এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আজ সোমবার শেষ হচ্ছে।

প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সব পরীক্ষার্থীকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।