মডেল: ইয়াসফি ও হাদী
ছবি: খালেদ সরকার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, মানবসম্পদ বিভাগ
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচআরএম বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। এমএস এক্সেলের কাজ জানা বাধ্যতামূলক। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে অন্তত ২৬ শব্দ থাকতে হবে। ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩।

আরও পড়ুন

আইসিবি ইসলামিক ব্যাংক নেবে মানবসম্পদকর্মী, বয়স ৪০ হলেও আবেদন