সুপ্রিম কোর্ট দশম গ্রেডে নেবেন প্রটোকল অফিসার

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই বিভাগে দশম গ্রেডে প্রটোকল অফিসার পদে অস্থায়ী ভিত্তিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রটোকল অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স অনধিক ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স অনধিক ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা, অনলাইন ফি ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৩১ মে থেকে ১৫ জুন ২০২৩, বিকেল ৪টা পর্যন্ত।