মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, তৃতীয় বিভাগ থাকলে আবেদন নয়

প্রতীকী ছবি: প্রথম আলো

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগ ‘সফটওয়্যার ডেভেলপার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ মে পর্যন্ত। মার্কেন্টাইল ব্যাংকের সফটওয়্যার ডেভেলপার পদে কতজন নিয়োগ পাবেন, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিএস/সিএসই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণ যোগ্য নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা করা হবে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা মিলবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা

আরও পড়ুন

যেভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হবে পদের নাম উল্লেখ করে সিভি জমা দিতে হবে। সিভিতে একাডেমিক যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা তুলে ধরতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ৬১ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।

আবেদনের বিস্তারিত ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন