বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১১২৮

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ৯ ক্যাটাগরির পদে ১ হাজার ১২৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • ১. পদের নাম: উপপরিচালক, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৪-এর স্কেল কমপক্ষে ২.০০ এবং ৫-এর স্কেল কমপক্ষে ২.৫০ থাকতে হবে। ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিওর ঋণ কর্মসূচিতে উপপরিচালক বা সমপদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বদানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন–ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশি ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
    কর্মস্থল: যশোর
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ১ লাখ ২৫ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ১ লাখ ৫১ হাজার ৭২৫ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

  • ২. পদের নাম: উপপরিচালক, অর্থ ও হিসাব
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্য বিভাগের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৪-এর স্কেল কমপক্ষে ২.০০ এবং ৫-এর স্কেল কমপক্ষে ২.৫০ থাকতে হবে। দেশি–বিদেশি কোনো সংস্থার অর্থ ও হিসাব বিভাগে সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিওর ঋণ কর্মসূচিতে উপপরিচালক বা সমপদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বদানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন–ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশি ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং সংস্থার ইন্টারনাল ও এক্সটার্নাল অডিটের জন্য কমপ্লায়েন্ট অ্যাকাউন্টস তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
    কর্মস্থল: যশোর
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ১ লাখ ২৫ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ১ লাখ ৫১ হাজার ৭২৫ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

  • ৩. পদের নাম: শাখা ব্যবস্থাপক (ম্যানেজার)
    পদসংখ্যা: ১০০
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৪-এর স্কেল কমপক্ষে ২.০০ এবং ৫-এর স্কেল কমপক্ষে ২.৫০ থাকতে হবে। ঋণ কার্যক্রমে কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিওর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ৪০ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ৫০ হাজার ৭০ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

আরও পড়ুন
  • ৪. পদের নাম: শাখা হিসাবরক্ষক (সিনিয়র অফিসার)
    পদসংখ্যা: ১০০
    যোগ্যতা: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৪-এর স্কেল কমপক্ষে ২.০০ এবং ৫-এর স্কেল কমপক্ষে ২.৫০ থাকতে হবে। ঋণ কার্যক্রমের শাখা হিসাবরক্ষকের কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ৩০ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ৩৭ হাজার ৩৭০ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

  • ৫. পদের নাম: সিনিয়র অফিসার
    পদসংখ্যা: ২০০
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৪-এর স্কেল কমপক্ষে ২.০০ এবং ৫-এর স্কেল কমপক্ষে ২.৫০ থাকতে হবে। ঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ৩০ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ৩৭ হাজার ৩৭০ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

  • ৬. পদের নাম: অফিসার
    পদসংখ্যা: ৩০০
    যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি। মাঠপর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ২৭ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ৩৩ হাজার ৫৭৫ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

  • ৭. পদের নাম: জুনিয়র অফিসার
    পদসংখ্যা: ৩০০
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। মাঠপর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং  মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সাকল্যে ২৫ হাজার টাকা। চাকরি নিয়মিতকরণে পর মাসিক বেতন ৩১ হাজার ৭৬০ টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

আরও পড়ুন
  • ৮. পদের নাম: ড্রাইভার (চুক্তিভিত্তিক)
    পদসংখ্যা: ২৬
    যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমগ্র বাংলাদেশে গাড়ি চালানোর দক্ষতা, মানসিকতা ও চেনাজানা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: মাসিক বেতন সাকল্যে ১৮ হাজার টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

  • ৯. পদের নাম: পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)
    পদসংখ্যা: ১০০
    যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: মাসিক বেতন সাকল্যে ১৫ হাজার টাকা।
    সুযোগ-সুবিধা: বেতন–ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশনের সুবিধা, মোটরসাইকেল ঋণের সুবিধা, পারফরম্যান্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০।

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৪।