পিকেএসএফে চাকরি, বেতন দেড় লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থা পাঁচ বছর মেয়াদি ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: আইসিটি স্পেশালিস্ট (সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিস্টেম অ্যানালাইসিস ও সফটওয়্যার ডেভেলপমেন্টে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইআরপি সিস্টেম ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পিকেএসএফের প্রকল্প/প্রোগ্রামের কর্মীদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা শিথিলযোগ্য। বিশ্বব্যাংকের কোনো প্রকল্পে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট, প্রোগ্রাম ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট টেকনিক মেথডোলজি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ডেটা মডেলিং ও ডেটা ওয়্যারহাউস ডিজাইন প্রিন্সিপালে দক্ষ হতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, গোষ্ঠীবিমা, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

  • ২. পদের নাম: এমআইএস স্পেশালিস্ট (সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ডেটা সায়েন্সে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডেটা ম্যানেজমেন্টে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফের প্রকল্প/প্রোগ্রামের কর্মীদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা শিথিলযোগ্য। বিশ্বব্যাংকের কোনো প্রকল্পে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ভার্সন কন্ট্রোল ও সিআই/সিডি বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপ, ডিজাইন ফ্লো চার্ট, ফার্নিশড ডকুমেন্টেশন অন অ্যানালাইসিস অ্যান্ড কোডিং, টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বেজড অন সফটওয়্যার ডকুমেন্টেশনে দক্ষ হতে হবে। এমভিসি ফ্রেমওয়ার্ক, ডিজাইন প্যাটার্ন নিয়ে জানাশোনা থাকতে হবে। অ্যাজাইল মেথডোলজি ও মাইক্রোসার্ভিসেসে অভিজ্ঞ হতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, গোষ্ঠীবিমা মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৩।