ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ সিজিপিএ ৪–এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্য বিভাগে স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে/তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুন

আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে।

যেভাবে আবেদন
সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর, ২০২৩।