প্রবাসী কল্যাণ ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ পেলেন যাঁরা
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ব্যাংকে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে প্যানেল থেকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংকে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’–এর ৩২টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে দ্বিতীয় পর্যায়ে ১৫ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর:
১০০১১, ১০০৪১, ১০০৮৬, ১০১৩২, ১০১৪৫, ১০২১১, ১০২৫৪, ১০২৭০, ১০২৮১, ১০৩৮৫, ১০৪১৭, ১০৪২৪, ১০৪২৮, ১০৪৯৯, ১০৫০৩= ১৫ জন।
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে। তবে প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।