বেসরকারি অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সিনিয়র বায়োস্ট্যাটিসটিশিয়ান পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র বায়োস্ট্যাটিসটিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: পরিসংখ্যান/অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস/বায়োস্ট্যাটিসটিকস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অবজারভেশনাল এপিডেমিওলজিক্যাল রিসার্চ স্টাডিজ বা এ ধরনের ক্ষেত্রে ডেটা স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিসে এক থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফান্ডামেন্টাল স্ট্যাটিসটিক্যাল কনসেপ্ট ও মেথডোলজি বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ডেটাবেইস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে দক্ষ হতে হবে। এসটিএটিএ, আরসহ স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যারের কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধান ও যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফিক্সড টার্ম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৪৫,০০০–৬৫,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।