আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে সাড়ে ৫৪ লাখের বেশি

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: কান্ট্রি ডিরেক্টর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ম্যানেজমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট, পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় টিমের নেতৃত্ব দেওয়াসহ প্রোগ্রাম ম্যানেজমেন্টে অন্তত সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রাম অ্যাপ্রাইজাল, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং পার্টনার সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দেশি ও বিদেশি সংস্থায় অ্যাডভোকেসি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। দেশ-বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে মোট বেতন ৫৪ লাখ ৬০ হাজার ৭১১ টাকা।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা ও বিমার সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে [email protected] এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৩।

আরও পড়ুন