ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পাঠাতে হবে।

এই ইনস্টিটিউটে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫ স্কেলে ৩.০০ অথবা সিজিপিএ–৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস থাকতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ডিগ্রি উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তাঁর পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পদোন্নতি নীতিমালার বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।

আরও পড়ুন

পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।