আর্থিক প্রতিষ্ঠান নেবে প্রবেশনারি অফিসার, বেতন ৩০ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা জিপিএ–৪–এর স্কেলে ৩ এবং জিপিএ–৫–এর স্কেলে ৪ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। উইন্ডোজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের কাজ জানতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আরও পড়ুন

বেতন: প্রবেশনকালে মাসিক বেতন ৩০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৯,০৯৭ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪।

আরও পড়ুন
আরও পড়ুন