নৌবাহিনী ১৩ থেকে ১৯তম গ্রেডে নেবে ১৬৭ জন

ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বাহিনীতে ১৩ থেকে ১৯তম গ্রেডে ১৬৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

জুনিয়র ইনস্ট্রাকটর পদে একজন নেওয়া হবে। আবেদনের জন্য কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনস সফটওয়্যার বিষয়সহ এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনস সফটওয়্যার বিষয়সহ এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস হতে হবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশনস সফটওয়্যার বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশনস সফটওয়্যার বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

ড্রাফটসম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পাবেন ৬ জন। এসএসসি বা সমমান পাস এবং ড্রাফটম্যানশিপে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এ পদে ১৩তম গ্রেডে বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

সহকারী লিডিংম্যান পদে নেওয়া হবে ২৯ জন। আবেদনের জন্য এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

হাইলি স্কিলড মিস্ত্রি পদে নেওয়া হবে ৩৭ জন। আবেদনের জন্য এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাস ও সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

হাইলি স্কিলড (গ্রেড-১) পদে নিয়োগ পাবেন ৩৮ জন। আবেদনের জন্য এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাসসহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

হাইলি স্কিলড (গ্রেড-২) পদে নেওয়া হবে ৪৩ জন। আবেদনের জন্য এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাসসহ দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

স্কিলড গ্রেডে শূন্য পদ সাতটি। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস, ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।

আরও পড়ুন

সেমি স্কিলড (গ্রেড-১) পদে নেওয়া হবে ৫ জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস, ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

সেমি স্কিলড (গ্রেড-২) পদে নেওয়া হবে একজন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস হতে হবে। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ২০২২ সালের ২৩ অক্টোবর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ট্রেডের নাম, আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে সহায়তা নেওয়া যাবে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।