কর্নেল মালেক মেডিকেল কলেজে একাধিক পদে চাকরি, আবেদন ফি ১০০

প্রতীকী ছবি: প্রথম আলো

কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের রাজস্ব খাতে একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ফার্মাসিস্ট

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফার্মাসিস্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

    বয়স: ১৮–৩০ বছর

    বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

  • ২. পদের নাম: হেলথ এডুকেটর

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি।

    বয়স: ১৮-৩০ বছর

    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৩. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

    বয়স: ১৮-৩০ বছর

    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৪. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মাসিস্ট)

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

    বয়স: ১৮-৩০ বছর

    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৫. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও)

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

    বয়স: ১৮-৩০ বছর

    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৬. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ৭০ ও ৮০ শব্দের গতিসহ কম্পিউটারে বাংলা ২০ ও ইরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

    বয়স: ১৮-৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৭. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনপক্ষে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমমানের সিজিপিএ; কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।

    বয়স: ১৮-৩০ বছর।

    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ৮. পদের নাম: পরিসংখ্যানবিদ

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমমানের সিজিপিএ; কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।

    বয়স: ১৮-৩০ বছর।

    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ৯. পদের নাম: স্টোর কিপার

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস।

    বয়স: ১৮-৩০ বছর।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা:

    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে বাংলা ২০ ও ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।

    বয়স: ১৮-৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা

২০২২ সালের ১৫ জুন প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

ছবি: কর্নেল মালেক মেডিকেল কলেজের ফেসবুক পেজ থেকে নেওয়া

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ আগস্ট ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।