বেপজায় ৯ম–২০তম গ্রেডে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ১৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে মোট ৬৮ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর পাস
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ২. পদের নাম: সহকারী পরিচালক (বিইউ/ ইএস/ শিস/ কঅ)
    পদসংখ্যা: ১৩
    যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর পাস
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৩. পদের নাম: সহকারী পরিচালক (হিসাব/ নিরীক্ষা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর পাস
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৪. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সশস্ত্র বাহিনীর ওয়ারেন্ট অফিসার/ সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৫. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/ সহকারী নিরীক্ষা কর্মকর্তা
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক পাস। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৬. পদের নাম: জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ডিজিটাল, স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফটোশপ বিষয়ে কোর্সের অভিজ্ঞতা। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৭. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস সশস্ত্র বাহিনীর করপোরাল বা সমমর্যাদার অবসরপ্রাপ্ত ব্যক্তি।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৮. পদের নাম: ক্যাশিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৯. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা: এইচএসসি পাস
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ১০. পদের নাম: সার্ভিস বয়
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ এক বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১১. পদের নাম: সহকারী বাবুর্চি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ এক বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন
  • ১২. পদের নাম: ডিসপাচ রাইডার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি পাসসহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১৩. পদের নাম: প্লাম্বার সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
২০২২ সালের ১ জুলাই ৪ নম্বর পদের প্রার্থীদের বয়স সীমা ৪৫ ও ৭ নম্বর পদের প্রার্থীদের বয়সসীমা ৪২ বছর। অন্যান্য সব পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স ৩২ বছর, তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সীমা ৩০ বছর।

আবেদন যেভাবে
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬০ টাকা, ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ৪৪৮ টাকা এবং ৯ থেকে ১৩ নম্বর পদের জন্য ৩৩৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময় সীমা: ৮ থেকে ৩১ আগস্ট ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।