সরকারি প্রতিষ্ঠান আইআইএফসিতে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

অর্থ মন্ত্রণালয়ের অধীন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: নির্বাহী পরিচালক

পদসংখ্যা: ১
যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা এ ধরনের বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২০২৩ সালের ৩১ জানুয়ারি সর্বোচ্চ বয়স ৬০ বছর।
কর্মস্থল: ঢাকা

যেভাবে আবেদন: জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৩।