ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ৮৫,১৭২

প্রতীকী ছবি: আশরাফুল আলম

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: ইন্টারন্যাশনাল রিলেশনস/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক পাস। আন্তর্জাতিক অংশীদারী কোনো সংস্থায় ইনভেস্টিগেশন, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ডাটা প্রটেকশন অ্যান্ড হ্যান্ডলিংয়ে দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল এবং যোগাযোগে দক্ষ হতে হতে। সিলেটি ভাষা জানা থাকলে ভালো। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। ইমিগ্রেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/অ্যানালিটিক্যাল/ইনভেস্টিগেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ৮৫,১৭২ টাকা
সুযোগ-সুবিধা: ছুটি, স্বাস্থ্যবিমা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৩, রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন