মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৮৯ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৭তম গ্রেডের সিপাদ পদের লিখিত পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১০টায় সিদ্ধেশ্বরী কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজ ও খিলগাঁও মডেল কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৬৯৭।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।