আরপিসিএল-নরিনকোতে চাকরি, বেতন স্কেল লাখের বেশি

মডেল: রবিউল হাসান, নাহিদা আহমেদ ও মোনালিসা মুন্নি।
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে ছয় ক্যাটাগরির পদে ৩৭ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিতে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৫০ বছর
    মূল বেতন: ১,০৫,০০০ হাজার টাকা (গ্রেড–৪)

  • ২. পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিসে সাব–ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর
    মূল বেতন: ৯১,০০০ হাজার টাকা (গ্রেড-৫)

  • ৩. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: গ্রেড–৮
    বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

  • ৪. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
    পদসংখ্যা: ১২
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
    বেতন স্কেল: গ্রেড-৮
    বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

  • ৫. পদের নাম: ট্রেইনি সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।  
    বেতন স্কেল: গ্রেড-১০
    বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

আরও পড়ুন
  • ৬. পদের নাম: ট্রেইনি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।  
    বেতন স্কেল: গ্রেড-১০
    বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

বেতন ও সুযোগ–সুবিধা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুই বছর প্রবেশনকালে বেতন ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) ও সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুই বছর প্রবেশনকালে বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। চাকরি স্থায়ী হওয়ার পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন স্কেল ৫২,০০০ টাকা ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন স্কেল ৪০,০০০ টাকা। এর সঙ্গে বাসাভাড়া, ছুটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট দেওয়া হবে।

শর্ত
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এই প্রতিষ্ঠানে অন্তত তিন বছর চাকরি করবেন মর্মে বন্ডে সই করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের পর পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।