এএলআরডিতে চাকরি, বেতন ৪৩,০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম অফিসার

    প্রকল্প: রাইটস ওভার ল্যান্ড টু গভর্নমেন্ট সার্ভিসেস অব রুরাল ল্যান্ডলেস মার্জিনালাইজড অ্যান্ড ডিজঅ্যাডভানটেজ স্মলহোল্ডারস ইন বাংলাদেশ।

    পদসংখ্যা:

    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় মানবাধিকার বা গভর্নেন্স সেক্টরে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মনিটরিং ও ইভল্যুশন টুলের কাজ জানতে হবে। ইন্টারনেট ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

    বেতন ও সুযোগ-সুবিধা: মাসে ৪০,০০০-৪৩,০০০ টাকা। বছরে দুটি উৎসব বোনাসের সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (পাঁচ পৃষ্ঠার বেশি নয়) সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

সিভি পাঠানোর ঠিকানা

দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর-১/৩, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭। ই-মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২২।