সমন্বিত আট ব্যাংকের ৯৯৭ পদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত আটটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’–এর ৯৯৭টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (সাধারণ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

আরও পড়ুন

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্র–সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন