মেরিন ফিশারিজ একাডেমিতে চাকরি, আবেদন শেষ ৩১ জানুয়ারি, ফি ২০০ টা

মডেল: রিয়াদ ও রুপাছবি: খালেদ সরকার

মেরিন ফিশারিজ একাডেমি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এ প্রতিষ্ঠানে ‘ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আরও পড়ুন

পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: জীববিজ্ঞানসহ এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে সব জেলার এতিমখানানিবাসী প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

আবেদন যেভাবে

মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ‘১-৪৪৩২-০০০১-২০৩১’ কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুন