বিসিপিসিএলে চাকরির সুযোগ, মূল বেতন ৯৭,৩০০

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোম্পানির অধীন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কলাপাড়া, পটুয়াখালীতে সিকিউরিটি বিভাগে চুক্তিভিত্তিক লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ম্যানেজার (সিকিউরিটি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্তত দ্বিতীয় বিভাগ/ শ্রেণি বা সিজিপিএ-৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)/ সমপদে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্তত দ্বিতীয় বিভাগ/ শ্রেণি বা সিজিপিএ-৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ডিফেন্স ফোর্সের অবসরপ্রাপ্ত সদস্য হতে হবে। প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২০২২ সালের ৪ ডিসেম্বর সর্বোচ্চ ৪৫ বছর
মূল বেতন: ৯৭,৩০০ টাকা
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, স্বাস্থ্য-সুবিধা, উৎসব বোনাস, পাওয়ার হাউস ভাতা, গ্রাচ্যুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। সিভিতে ক্রমানুসারে নাম, বাবার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, যোগাযোগের নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, বোর্ড/ ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয়, গ্রুপ/ সাবজেক্ট, পাসের বছর, বিভাগ/ শ্রেণি/ সিজিপিএ), পেশাগত যোগ্যতা (যদি থাকে), অভিজ্ঞতা, প্রশিক্ষণ (যদি থাকে), দুটি রেফারেন্স (আত্মীয় নন এমন) ও আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে। রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৫), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২২।

আরও পড়ুন