প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন প্রায় এক লাখ

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি টেকনাফে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট—বেসিক এডুকেশন
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন/সমাজবিজ্ঞান বা এ ধরনের কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাইমারি এডুকেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার অ্যান্ড ইনক্লুশন, সিদ্ধান্ত গ্রহণ, ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্সি, প্রো–অ্যাকটিভ স্টেন্স ও চাইল্ড রাইটসে দক্ষ হতে হবে। ক্রাইসিস/ইমারজেন্সি রিলিফ ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: টেকনাফ
বেতন: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ৯৭,৭৩০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রীর জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, ছুটি, ইনস্যুরেন্স ও কর্মীর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২২।