আবেদন যেভাবে
আগ্রহীদের আবেদনপত্র, কাভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্স, যোগাযোগের ঠিকানা, এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অফিসের ঠিকানায় সরাসরি, ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। খামের ওপর বা ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ডিরেক্টর, হেলথ অ্যান্ড ওয়াস সেক্টর, ঢাকা আহছানিয়া মিশন, বাড়ি-১৫২, রোড-৬, ব্লক–ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলি, ঢাকা–১২০৭। ই–মেইল ঠিকানা: [email protected]।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই, ২০২২।