একশনএইডে চাকরি, বেতন ৭৬ হাজার

মডেল: জিসাছবি: শুভ্র কান্তি দাশ

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় একশনফরট্রান্সফরমেশন (এফোরটি) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম অফিসার—নলেজ ম্যানেজমেন্ট, আউটরিপ অ্যান্ড মিডিয়া এনগেজমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক সম্পর্ক/লোকপ্রশাসন/ডেভেলপমেন্ট স্টাডিজ/উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ/মিডিয়া অ্যান্ড জার্নালিজম বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস, জেন্ডার জাস্টিস, ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ও এসডিজি বিষয়ে জানাশোনা থাকতে হবে। কমিউনিকেশন স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিকে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস ও আউটলুকের কাজ জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৭৬,৪৩১ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২৪।

আরও পড়ুন