অক্সফামে চাকরির সুযোগ, বছরে বেতন ১২ লাখ ৭১ হাজার

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় সিনিয়র পিপল, কালচার অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: ঢাকায় সিনিয়র পিপল, কালচার অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচআরএম বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ও অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফ্যাসিলিটেশন ও রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও ডেটাবেজ ম্যানেজমেন্টে পারদর্শী হতে হবে। জেন্ডার, ভাইভারসিটি ও ইনক্লুশনে ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন: বছরে (১৩ মাস) বেতন ১২,৭১,৫৮৮ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৩।