জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৫ ক্যাটাগরির পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ল্যাবরেটরি সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং ব্যবহারিক ক্লাস পরিচালনায়/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গবেষণাগারে ৩ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

  • ২. পদের নাম: ক্যাটালগার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক ও গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা পাস। ক্যাটালগিং এবং গ্রন্থাগারের কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ৩. পদের নাম: উচ্চমান সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাস এবং অফিস সহকারী/অফিস সহকারী কাম রেকর্ড কিপার/সমমানের পদে কমপক্ষে ২ থেকে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আরও পড়ুন
  • ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতক পাস এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • ৫. পদের নাম: হিসাব সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্যে স্নাতক পাস অথবা এইচএসসি (বাণিজ্য) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদির বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করে সাত সেট আবেদনপত্র পাঠাতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকুলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার ওপর ইস্যুকৃত ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে বিবিধ জমা রশিদের মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি- ০২০০০০১৭৩৮২৪২ নং হিসাবে ৩০০ টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর, ২০২৩।