আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ২০ লাখ ৩৩ হাজার
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা, নাইরোবি ও নয়াদিল্লিতে সিনিয়র পিপল অ্যাডভাইজার—শেপ অ্যান্ড প্রেসেন্স পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র পিপল অ্যাডভাইজার-শেপ অ্যান্ড প্রেসেন্স
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: প্রফেশনাল ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন বা এইচআর ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। লেভেল ৫ সিআইপিডিকোয়ালিফিকেশন বা সমমানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। এইচআর পলিসি বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ডেটাবেজের ব্যবহার জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। দ্বিতীয় ভাষা (ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ) জানা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা, নাইরোবি ও নয়াদিল্লি
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৫ ঘণ্টা
বেতন: বছরে মোট বেতন ২০,৩৩,২১০ টাকা। এর সঙ্গে মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, জীবন ও স্বাস্থ্যবিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫।