আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৬০,০০০, দুদিন ছুটি
শিশুদের নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে এক্সিকিউটিভ-ফিন্যান্স অ্যান্ড কমপ্ল্যায়েন্স পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ-ফিন্যান্স অ্যান্ড কমপ্ল্যায়েন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন সেক্টরের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক ম্যানেজমেন্ট, সোশ্যাল কমপ্ল্যায়েন্স, ম্যানেজিং গভর্নমেন্ট স্টেকহোল্ডারে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী ভ্যাট, ট্যাক্স ও এসডি কস্ট বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটি।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া কভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি [email protected] এই ঠিকানায় ই-মেইল করে আবেদনপত্র পাঠানো যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।