প্রতীকী ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই কার্যালয়ের ৮ পদে মোট ২৭৭ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ২. পদের নাম: পরিসংখ্যানবিদ
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ৩. পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

আরও পড়ুন

ধান গবেষণা ইনস্টিটিউটে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৭৪

  • ৪. পদের নাম: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

  • ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ১১
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৬. পদের নাম: স্বাস্থ্য সহকারী
    পদসংখ্যা: ২৪৬
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন

ডিএনসিসিতে চাকরির সুযোগ, পদ ৫৭

  • ৭. পদের নাম: গাড়িচালক
    পদসংখ্যা:
    যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার বাস্তব অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৮. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

বান্দরবানে ১০৯ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

আবেদন ফি
১ থেকে ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৮ নম্বর পদের জন্য ১২২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৩।

আরও পড়ুন

মৎস্য অধিদপ্তরে চাকরি, ৩২ পদে নেবে ৭৩২ জন