পায়রা বন্দরে ৯ম থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী পরিচালক (এস্টেট)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ এলএলবি ডিগ্রি অথবা এলএলএম ডিগ্রি।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স আরও ৫ বছর শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৩. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।  উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি। বর্ণান্ধ হতে পারবে না; রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: ট্রাফিক ইন্সপেক্টর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৫. পদের নাম: ল্যান্ড সার্ভেয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন
  • ৬. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
প্রার্থীর বয়স ১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর (৩ ও ৪ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর)। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এবং [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা; ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা; ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা; ৪ ও ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ থেকে ৩০ ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।