আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের সাল, বোর্ড/বিশ্ববিদ্যালয় বিভাগ/জিপিএসহ) এবং অভিজ্ঞতা উল্লেখ করে ই-মেইলে পাঠাতে হবে।
চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ বরাবর আবেদন করে [email protected] এ ঠিকানায় ই-মেইল করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রে অবশ্যই ই-মেইল, মোবাইল/ফোন নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা/নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতার সনদ (সত্যায়িত ফটোকপি) ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।