বেসরকারি সংস্থায় স্নাতক–স্নাতকোত্তরে চাকরি, পদ ১২৫

বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে পাঁচ ক্যাটাগরির পদে ১২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ১০টি শাখা সমন্বয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সাকল্যে ৫৭,২০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৭৪,০০০ টাকা।

২. পদের নাম: এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: ১০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন-ভাতা: শিক্ষানবিশকালে সাকল্যে ৫১,৫০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৬২,৯০০ টাকা।

আরও পড়ুন

৩. পদের নাম: ইউনিট ম্যানেজার

পদসংখ্যা: ১০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৮ বছর

বেতন-ভাতা: শিক্ষানবিশকালে সাকল্যে ৪০,২০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৪৭,৬৪০ টাকা।

আরও পড়ুন

৪. পদের নাম: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার–সিডিও (ঢাকা ও খুলনা বিভাগ)

পদসংখ্যা: ৫০

যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছরের মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সাকল্যে ৩০,৫০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৯,০২৩ টাকা।

আরও পড়ুন

৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার-এসিডিও (ঢাকা ও খুলনা বিভাগ)

পদসংখ্যা: ৫০

যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, মোটরসাইকেল চালনায় ও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন-ভাতা

শিক্ষানবিশকালে সাকল্যে ২৬,৮০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৩,৯৮২ টাকা।

আরও পড়ুন

অন্যান্য সুযোগ–সুবিধা

সব পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরম্যান্স বোনাস, আবাসন সুবিধা ও শহর ভাতা/বিশেষ ভাতা (ঢাকা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী মেট্রোপলিটন শহর, ররিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য) থাকবে। ছয় মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মীকল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, এক কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ‘ওয়েভ ফাউন্ডেশন’ শিরোনামে ২০০ টাকার পে-অর্ডারসহ প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭ ঠিকানায় সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর, ২০২৪।