৪৭তম বিসিএসে আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসনে পাঠিয়েছে পিএসসি

বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। আজ সোমবার এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়। বিসিএস ফি নিয়ে নানা সময়ে আলোচনা–সমালোচনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞাপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি ৭০০ টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরিপ্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

আরও পড়ুন

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর কথা জানিয়েছিল পিএসসি। এখন আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রসাশন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

গত বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সরকারি ব্যাংকে আবেদনে কোনো আবেদন ফি নেই।

আরও পড়ুন
আরও পড়ুন