প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, সর্বোচ্চ বেতন লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি উখিয়া প্রজেক্ট অফিসে কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশন, সাংবাদিকতা, ইনফরমেশন ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশনস, গণমাধ্যম, অ্যাডভোকেসি ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ফান্ডামেন্টালস বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। শিক্ষা, এডুকেশন ইন ইমারজেন্সি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিষয়ে জানাশানো বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্টোরি রাইটিং, রিপোর্ট রাইটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বেসিক ডিজাইনিং ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কোয়ালিটি চেকিং ও ভেন্ডর ম্যানেজমেন্ট বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। গ্রাফিক ডিজাইন ও এডিটিংয়ে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজার ও চট্টগ্রামের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৯৫ হাজার ৮১৫ থেকে ১ লাখ ৭ হাজার ৭৯১ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবনবিমা ও চিকিৎসাসুবিধা আছে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৪।