বেসরকারি গবেষণা সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে পাঁচ লাখের বেশি
বেসরকারি গবেষণা সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই–মেইলে পাঠাতে হবে।
পদের নাম: সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট—জেনারেল (মিড–লেভেল পজিশন)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজ/উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ/নৃবিজ্ঞান/অর্থনীতি/পপুলেশন সায়েন্সে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪–এর স্কেল কোনোভাবেই ৩–এর নিচে থাকা যাবে না। রিসার্চ বা সার্ভে সেন্টার/উন্নয়ন সংস্থা/জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ও কনসালটেন্সিতে কোনো প্রশিক্ষণ থাকলে এবং রিসার্চ জার্নালে কোনো পাবলিকেশন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রেজেন্টেশন, রিপোর্ট ও প্রোপোজাল প্রস্তুতে দক্ষ হতে হবে। কোয়ারটিটেটিভ ডেটা, টেবিল, গ্রাফ ও কোয়ালিটেটিভ স্ক্রিপ্টে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে বেতন ৪,২০,০০০–৪,৮০,০০০ টাকা (প্রথম চার মাস প্রবেশনকাল)। প্রবেশনকাল শেষে বেতন আলোচনা সাপেক্ষে হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস ও গ্র্যাচুইটির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পাবপোর্ট সাইজের রঙিন ছবি ও দুটি রেফারেন্সসহ সিভি [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে Application for the Senior Research Associate (Mid-level Position) উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২২।