কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন ১ লাখ ১১ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ওয়াশ ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: ওয়াশ ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ওয়াশ এলিমেন্টসসহ সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয়/আন্তর্জাতিক কোনো সংস্থায় ওয়াশ প্রকল্পে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হেলথ কেয়ার ফ্যাসিলিটিস প্রকল্পে ওয়াশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রাম মনিটরিং ও ইভ্যালুয়েশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, জিআইএস ও অটোক্যাডের কাজ জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: দুই চুক্তিভিত্তিক
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ৯১,৪০০ থেকে ১,১১,০৯৭ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। ই-মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি ২০২৪।

আরও পড়ুন