আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখ

ছবি: ক্রিশ্চিয়ান এইডের ফেসবুক পেজ থেকে নেওয়া

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার
    প্রজেক্ট: ডব্লিউএফপি ডিআরআর প্রজেক্ট
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গ্রামীণ এলাকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থা, কক্সবাজার বা শরণার্থী শিবিরে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইন, কম্পিউটার এইডেড ড্রয়িং ও ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: বছরে মোট বেতন ১৩ লাখ ৩৮৯ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে হবে। এই লিংকে অনলাইন ফরম পূরণের পর আপডেট সিভি ও সাপোর্টিং স্টেটমেন্ট আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে bangladesh–jobs@christian–aid.org এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ২২ সেপ্টেম্বর ২০২২।