একশনএইডে চাকরি, বেতন ৮১ হাজার
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কমিউনিকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র অফিসার—কমিউনিকেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: গণযোগাযোগ, সাংবাদিকতা, ইন্টারন্যাশনাল রিলেশনস, সমাজবিজ্ঞান বা ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য সংস্থায় উন্নয়ন সেক্টর, গণমাধ্যম বা যোগাযোগ বিভাগে অন্তত তিন থেকে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৮১,০০৪ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।