বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেবে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার

বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোয়িং-৭৮৭ মডেলের বিমানের জন্য ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: ক্যাপ্টেন

পদসংখ্যা: ১২

যোগ্যতা: বেবিচকের বৈধ পাইলট লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। আট হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।  গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়স: সর্বোচ্চ ৬২ বছর

পদের নাম: ফার্স্ট অফিসার

পদসংখ্যা:

যোগ্যতা: ৪ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়স: সর্বোচ্চ ৬২ বছর

যেভাবে আবেদন

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি, পাইলট সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (দ্বিতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে