আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৮ লাখ ২০ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কোয়ালিশন প্রজেক্ট কো-অর্ডিনেটর (ম্যাটারনিটি কভারেজ) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: কোয়ালিশন প্রজেক্ট কো-অর্ডিনেটর (ম্যাটারনিটি কভারেজ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: উন্নয়ন খাতে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো কনসোর্টিয়াম বা প্রজেক্ট ম্যানেজমেন্টে ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পোশাক খাতে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও বিস্তার জানাশোনা থাকতে হবে। বাজেট পরিকল্পনা ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। পোশাক খাতে উইমেন’স হিউম্যান রাইটস, লিঙ্গবৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানির নানা ইস্যুর বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইউরোপীয় ইউনিয়নের গাইডলাইন বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে মোট বেতন ১৮ লাখ ২০ হাজার ৭৮৪ টাকা। এ ছাড়া মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, জীবন ও স্বাস্থ্যবিমার সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৪।

আরও পড়ুন